১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে ২৬ নং ওয়ার্ড,নগরবাসীসহ দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র(১)ও ২৬ নং ওয়ার্ডের পরপর ২ বারের নির্বাচিত সফল কাউন্সিলর রোটারিয়ান তৌফিক বকস্ লিপন।
বিজয় দিবসের শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, হাজার বছরের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে ১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধে পাকবাহিনীকে পরাজিত করে স্বাধীন বাংলার পতাকা অর্জিত হয়। আমাদের স্বাধীন জাতি হিসেবে প্রতিষ্ঠা করে বিশ্ব দরবারে বীরের জাতি হিসেবে স্থান করে দেওয়ায় সকল বীর শহীদ ও বীরাঙ্গনাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই।
শুভেচ্ছা বার্তায় তিনি আরও উল্লেখ করেন, ৩০ লক্ষ প্রাণ ও দুই লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত বাংলাদেশকে সুউচ্চ মর্যাদায় নিয়ে যেতে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনাদর্শ ও দেশপ্রেম লালন এবং দেশরতœ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অগ্রযাত্রায় সামিল হতে হবে। সকল শহীদের স্বপ্ন ও তারুন্যের চেতনায় হোক বাস্তবায়িত হোকে স্বপ্নের সোনার বাংলা। প্রেস-বিজ্ঞপ্তি।
Leave a Reply
You must be logged in to post a comment.