নিজস্ব প্রতিবেদক: মৌলভীবাজারের কুলাউড়ায় বিদেশী মদসহ মঞ্জুর আলী (৪১) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার ভোররাতে র্যাব-৯ এর একটি দল উপজেলার শরীফপুর ইউপির ইটারঘাট এলাকায় অভিযান চালিয়ে ২৮১ বোতল মদসহ তাকে গ্রেপ্তার করে। মঞ্জুর আলী ওই ইউনিয়নের ইটারঘাট এলাকার ওয়াতির আলীর ছেলে।
র্যাব-৯ এর গণমাধ্যম বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
এ ঘটনায় র্যাব বাদী হয়ে তার বিরুদ্ধে মাদক আইনে স্থানীয় থানায় মামলা করেছে।
র্যাব-৯ সূত্রে জানা গেছে, শনিবার ভোররাত ৫টা ১০মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-২, (শ্রীমঙ্গল ক্যাম্প) এর একটি আভিযানিক দল কুলাউড়া থানার ১০ নম্বর শরীফপুর ইউপির ইটারঘাট এলাকায় অভিযান চালায়। এসময় মঞ্জুর আলীর বসতঘরের পূর্ব পাশের গাড়ির গ্যারেজের ভেতরে তল্লাশি চালিয়ে বিভিন্ন ব্যান্ডের ২৮১ বোতল মদ জব্দসহ তাকে গ্রেপ্তার করা হয়। উদ্ধারকৃত মদের মূল্য প্রায় ২ লাখ ৩৪ হাজার টাকা।
35 বার পঠিত
Leave a Reply
You must be logged in to post a comment.