জগন্নাথপুর প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুরে আলেক মিয়া নামের এক ৬৫ বছরের বৃদ্ধ খুন হয়েছেন। তিনি উপজেলার পাইলগাঁও ইউনিয়নের গোতগাঁও (আমিনপুর) মৃত মাছিম উল্লার ছেলে। এ ঘটনায় বৃদ্ধের দ্বিতীয় স্ত্রী রেনু বেগমকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
শুক্রবার রাতে স্ত্রীর হাতে বৃদ্ধ স্বামী আলেক মিয়া খুন হন। ঘটনার পর তার স্ত্রী পালিয়ে যান। পরে থান পুলিশের অভিযানে উপজেলার স্বজনশ্রী গ্রাম এলাকা থেকে খুনি স্ত্রীকে গ্রেফতার করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর থানার এসআই অনিক চন্দ্র দেব বলেন, পারিবারিক ঝগড়ার জের ধরে তারা স্বামী-স্ত্রীর মধ্যে মারামারির এক পর্যায়ে তার স্বামীর মৃত্যু হয় বলে গ্রেফতারকৃত স্ত্রী স্বীকার করেছেন।
59 বার পঠিত
Leave a Reply
You must be logged in to post a comment.