বরিশালের জেলার বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নের দক্ষিণ রফিয়াদি গ্রামে একটি বউভাতের অনুষ্ঠানে মাংস কম দেয়া নিয়ে সংঘর্ষে বরের চাচা নিহতের ঘটনায় নয়জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
বুধবার সকালে এ তথ্যের সত্যতা নিশ্চিত করে বরিশাল মেট্রোপলিটন এয়ারপোর্ট থানার ওসি জাহিদ বিন ইসলাম বলেন, মঙ্গলবার মধ্যরাতে নিহত আজহার মীরের ছেলে সুরুজ মীর বাদী হয়ে মামলাটি করেছেন।
ওসি আরো জানান, মামলায় নয়জনকে আসামি করা হয়েছে। আটক নয়জনকে গ্রেফতার দেখিয়ে বুধবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
উপজেলার দক্ষিণ রফিয়াদি গ্রামের মোতাহার মীরের ছেলে সজীব মীরের সঙ্গে বরিশাল নগরীর কাউনিয়া সাবান ফ্যাক্টরি এলাকার আবুল কালাম হাওলাদারের মেয়ে রুনা আক্তারের বিয়ে হয়। মঙ্গলবার দুপুরে বরের বাড়িতে বউভাত অনুষ্ঠানে আসেন কনের বাড়ির আত্মীয়রা। একপর্যায়ে খাবারে মাংস কম দেয়াকে কেন্দ্র করে কনে পক্ষের সঙ্গে বর পক্ষের স্বজনদের বাগবিতণ্ডা হয়। পরবর্তীতে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় বরের আপন চাচা আজহার মীর ঘটনাস্থলেই নিহত ও উভয়পক্ষের কমপক্ষে ২০ জন আহত হয়।
50 বার পঠিত
Leave a Reply
You must be logged in to post a comment.