ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় ময়মনসিংহ-নেত্রকোনা মহাসড়কের গাছতলা এলাকায় বাস-সিএনজি সংঘর্ষে নারী ও শিশুসহ সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো দু’জন আহত হয়েছেন। রোববার দুপুরে ময়মনসিংহের গাছতলা এলাকায় এ ঘটনা ঘটে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত হতাহতদের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি।
স্থানীয়রা জানান, দুপুরে নেত্রকোনা থেকে ঢাকাগামী শাহজালাল পরিবহনের একটি বাসের সাথে নেত্রকোনাগামী একটি সিএনজির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সাতজন নিহত হন। নিহতদের মধ্যে সিএনজিচালকসহ তিনজন পুরুষ, তিনজন নারী ও এক শিশু। এ ঘটনার সত্যতা নিশ্চিত করে তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, ঘটনাস্থলে পুলিশ পৌঁছেছে।
124 বার পঠিত
Leave a Reply
You must be logged in to post a comment.