সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার বাসিন্দা সুমন মিয়া নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার (২৫ ডিসেম্বর ) দিবাগত রাত দেড় ১টায় সৌদি আরবের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।
এর আগে গত ২০ ডিসেম্বর সুমন মিয়া সড়ক দুর্ঘটনায় আহত হয়ে সৌদি আরবের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
সুমন কোম্পানীগঞ্জ প্রবাসী কল্যান ট্রাস্টের কেন্দ্রীয় কমিটির সহ সমাজ কল্যান সম্পাদকের দায়িত্বে ছিলেন।
উপজেলার তেলিখাল ইউনিয়নের চাতলপাড় গ্রামের বাসিন্দা সুমন মিয়া জীবিকার তাগিদে পাড়ি দিয়েছিলেন সৌদি আরবের। তার এমন মৃত্যু পরিবারে শোকের ছায়া নেমেছে।
নিহতের লাশ দেশে এনে দাফন করার ব্যবস্থা করার জন্য সরকারের সংশ্লিষ্ট দপ্তরের কাছে দাবী জানিয়েছেন সুমনের স্বজনেরা।
কোম্পানীগঞ্জ প্রবাসী কল্যান ট্রাস্টের সাধারণ সম্পাদক রুবেল আমহদ আবির বলেন, দূতাবাসের মাধ্যমে নিহতের লাশ বাংলাদেশ পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।
112 বার পঠিত
Leave a Reply
You must be logged in to post a comment.