মারা যাওয়ার দেড় মাস পর দেশে ফিরলো হবিগঞ্জের চুনারুঘাটের কালিশিরি গ্রামের আব্দুল গফুর নামে এক দুবাই প্রবাসীর লাশ। গত ২৮ নভেম্বর শারজায় সড়র দুর্ঘটনায় তার মৃত্যু হয়। তিনি হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার প্রবাসী। বিগত ৭ মাস করোনার সময়ে তিনি প্রবাস থেকেও লক্ষ লক্ষ টাকা অসহায় ও দরিদ্র মানুষের মাঝে বিলিয়ে দিয়েছেন। করোনার সময় দেশে এসে গ্রামের ঘরে ঘরে খাবার পৌঁছে দিয়েছেন। গ্রামের শত শত মানুষকে দিয়েছেন নলকুপসহ বিভিন্ন সুবিধা। মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় তার লাশ এসে পৌঁছলে চারদিকে কান্নার রোল পড়ে। প্রতিবেশিরা জানায়, আব্দুল গফুর প্রায় ৩০ বছর আগে দুবাই গমন করেন। প্রতি বছরই তিনি দেশে আসতেন এবং গ্রামের অসহায় মানুষের পাশে দাঁড়াতেন।
30 বার পঠিত
Leave a Reply
You must be logged in to post a comment.