সিলেটের দক্ষিণ সুরমার বাবনা পয়েন্ট সংলগ্ন জিঞ্জুর শাহ (র.) মাজারের পাশে আবুল কাসেম উরফে ভাঙ্গাড়ী কাসেমের ভাঙ্গাড়ীর ঘর থেকে ৫ জুয়াড়িকে গ্রেফতার করেছে র্যাব-৯। মঙ্গলবার (৩ মার্চ) রাত ১১টায় দক্ষিণ অভিযান চালিয়ে জুয়া খেলারত অবস্থায় তাদের আটক করা হয়।
আটককৃতরা হল- দক্ষিণ সুরমার খোজারখলা গ্রামের মৃত মনির মিয়ার ছেলে সাদেকুর রহমান (৪২), শিব বাড়ি জৈইন পুর গ্রামের মৃত ফজলু মিয়ার ছেলে মো. বাবর মিয়া (৩৮), মৃত কবির মিয়ার ছেলে আমান আহমেদ (৩২), আবুল কাসেম উরফে ভাঙ্গাড়ী কাসেমের ছেলে আসাদ মিয়া (১৯) ও মৌলভীবাজার জেলার কমলগঞ্জ থানার মধ্যভাগ গ্রামের মো. জুনায়েদ আহমেদের ছেলে মজিবুর রহমান (৩৮)।
এসময় জুয়াড়িদের কাছ থেকে নগদ ১৬৬০ টাকা ও ২ টি মোবাইল জব্দ করা হয়। পরে উদ্ধারকৃত টাকা ও মোবাইলসহ গ্রেফতারকৃতদের দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হয়েছে বলে গনমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় র্যাব-৯।
Leave a Reply
You must be logged in to post a comment.