সিলেট ইউকে নিউজ: দক্ষিণ সুরমায় সিলেট পলিটেকনিক ইন্সটিটিউট থেকে লাহিন আহমদ (২৮) নামে এক চুরকে আটক করেছে শিক্ষার্থীরা।
জানা যায়, মঙ্গলবার (২৫ জুন) সকাল ১১টার দিকে সিলেট পলিটেকনিক ইন্সটিটিউটে অধ্যয়ণরত শিক্ষার্থীরা তাকে আটক করে।
আটক হওয়া লাহিন দক্ষিণ সুরমা খোজারখলা পশ্চিম মহল্লার মৃত বান্ডাই সিরাজের ছেলে।
শিক্ষার্থীরা আরো জানান, গত কয়েকদিন পূর্বে লাহিন আহমদ আল-সামসি কমিউনিটি সেন্টারের পেছনের পাঁচ তলা ছাত্রাবাস থেকে কয়েকটি স্মার্ট ফোনও চুরি করে। চুরি করে যাওয়ার সময় পাঁচ তলা ছাত্রাবাসের সিসি টিভি ফুটেজে তার ছবি দেখা যায়। আজ মঙ্গলবার (২৫ জুন) পলিটেকনিক ইন্সটিটিউটের স্টাফ কোয়ার্টারে চুরি করার সময় হাতেনাতে ধরার পর লাহিনকে তারা চিহ্নিত করে। জবানিতে, লাহিন আহমদও তা শিকার করে।
পরে স্থানীয়রা লাহিন আহমদকে উত্তম-মধ্যম দিয়ে, তার বড় ভাই শামিম আহমদ ও শাহিন আহমদকে খবর দিলে তারা ঘটনাস্থলে আসেন। বিস্থারিত শোনার পর সিলেট টেকনিক্যাল লাইব্রেরির মালিক ইমরান চুরি হওয়া মালামাল ফেরত দেয়ার কথা বলে মোছলেকা দিয়ে লাহিন আহমদকে সেখান থেকে নিয়ে আসে।
লাহিন আহমদ চুরি করতে গিয়ে এর আগেও একবার লাউয়াই এলাকায় ধরা পড়ে।
53 বার পঠিত
Leave a Reply
You must be logged in to post a comment.